ব্রেকিং নিউজ
সিটি ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত , সনদ পেলেন ৯৫৯২ শিক্ষার্থী ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করায় জবি শিক্ষার্থীকে ৫ বছরের কারাদণ্ড পুনর্গঠিত সেন্সর বোর্ডে নতুন কমিটিতে জায়গা পেলেন একঝাঁক তারকা ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত মা ও শিশুর পরিচয় মিলেছে কবিরাজের বাড়িতে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ,মাকে ম্যানেজ গণমাধ্যমকর্মী আইনে সাংবাদিকদের প্রাপ্য সব ধরনের সুরক্ষা নিশ্চিত করা হবে : তথ্য প্রতিমন্ত্রী
×

মোঃ রাকিবুল হাসান : স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৫/৪/২০২৪, ৫:২২:৫৫ PM

বোনাস ও বেতন-ভাতার দাবীতে নারায়ণগঞ্জে জি-স্কপের সমাবেশ-মিছিল

অবিলম্বে বোনাস ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবীতে গত ৪ এপ্রিল নারায়ণগঞ্জে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করেন গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ)। সভায় সভাপতিত্ব করেন, শ্রমিক নেতা এম, এ শাহীন।

অবিলম্বে বোনাস ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবীতে গত ৪ এপ্রিল নারায়ণগঞ্জে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করেন গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ)। সভায় সভাপতিত্ব করেন, শ্রমিক নেতা এম, এ শাহীন।

বক্তব্য রাখেন কাজী রুহুল আমিন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় নেতা হাফিজুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট এর সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, ইকবাল হোসেন, সৈয়দ হোসেন প্রমূখ।

সমাবেশে শ্রমিক নেতা কাজী রুহুল আমিন বলেন, শ্রম প্রতি মন্ত্রী ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ করার ঘোষণা করে প্রকারান্তরে মালিকেরকে বেতন বোনাস না দিলেও যাতে কোন জবাবদিহিতার সম্মুখীন হতে না হয় সেই সুযোগ করে দিয়েছেন। একদিকে শ্রম প্রতিমন্ত্রী মালিকদের পক্ষ নিয়েছেন।অপরদিকে সরকারের বিভিন্ন দপ্তরের দায়িত্ব প্রাপ্ত কর্তৃপক্ষ সরাসরি মালিকদের পক্ষ নিয়ে নানামুখী অপতৎপরতায় লিপ্ত। এমনকি নানাভাবে শ্রমিকদেরকে ভয়ভীতি ও হুমকি-ধামকী দিয়ে যাচ্ছে।

বকেয়া ও ন্যায্য পাওনার দাবির কর্মসূচিতে লাঠি গুলি টিয়ারসেল দিয়ে দমন-পীড়ন চালানো হচ্ছে। কিছু কিছু সরকারি কর্মকর্তা রাষ্ট্রের দায়িত্ব পালন না করে সরাসরি মালিকদের স্বার্থ রক্ষার দায়িত্ব পালন করছেন। সরকার ও তাদের এসকল অসৎ কর্মকর্তাদের এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কাজী রুহুল আমিন আরও বলেন, শ্রমিকদের ঐক্য বদ্ধ আন্দোলনই পাওনা ও দাবী আদায়ের একমাত্র পথ। তাই তিনি সারা দেশের সকল শ্রমিক কর্মচারীদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার আহবান জানান। কোন কারখানায় বেতন বোনাস না দিয়ে অনাহারে রাখলে প্রয়োজনে ঈদের দিনেও কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন নেতৃবৃন্দ।